Blog

স্বকৃত নোমান : উপন্যাস সংগ্রহ ১, ২

সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান ঔপন্যাসিক স্বকৃত নোমান। বিষয়বৈচিত্র্য, স্বতন্ত্র ভাষা ও প্রকরণের কারণে তাঁর উপন্যাস দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে সমাদৃত হচ্ছে। অনূদিত হচ্ছে অন্য ভাষায়ও। উপন্যাসে তিনি এমন এক আখ্যান তৈরি করেন, যা বাংলা সাহিত্যে অভিনব। তাঁর প্রতিটি উপন্যাস প্রাচুর্যময়। সমকালীনতা, ইতিহাস, ঐতিহ্য, মিথ, সংস্কার, কুসংস্কার, প্রেম, প্রকৃতি সব কিছুকেই ধারণ করে। বাস্তবতা ও অলীকতার সম্মিলনে উপন্যাসের যে সৌধ তিনি গড়ে তোলেন, তার চূড়ায় উঠে পাঠক আপ্লুত হন বোধে বিস্ময়ে, উপলব্ধি করেন চৈতন্যশান্তি। উপন্যাস সংগ্রহের প্রথম খণ্ডে স্থান পেল তিনটি উপন্যাস : রাজনটী, বেগানা এবং হীরকডানা। এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কারপ্রাপ্ত রাজনটী উপন্যাসের বিষয়বস্তু লোকপুরাণের এক বাঈজি। আরাকান থেকে বিতাড়িত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে লেখা বাংলা ভাষায় এ পর্যন্ত সবচেয়ে সফল উপন্যাস বেগানা। অন্যদিকে ইতিহাসের মহাকাব্যিক চরিত্র শমসের গাজীর বীরত্বগাথা ও ট্র্যাজিক পরিণতি নিয়ে রচিত হীরকডানা। তিনটি উপন্যাসেই ইতিহাস ও লোকশ্রুতির মধ্যে পাঠক এক ধরনের দ্বান্দ্বিক ঘোরের মধ্যে আবিষ্কার করবেন নিজেকে।
এই সংকলনে স্থান পেল স্বকৃত নোমানের তিনটি উপন্যাস : কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা এবং মায়ামুকুট। বাংলাদেশের সা¤প্রদায়িকতা, ধর্মীয় সংখ্যালঘুদের নীরব দেশত্যাগ এবং স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থানকেন্দ্রিক উপন্যাস কালকেউটের সুখ। মানবপাচার বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা। এই মর্মান্তিক প্রেক্ষাপটকে উপজীব্য করে রচিত শেষ জাহাজের আদমেরা। অন্যদিকে মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী রাজনৈতিক নানা টানাপড়েনের উপন্যাস মায়ামুকুট। অনেকটা ট্রিলজির মতো সামাজিক ও রাজনৈতিক ধারার এই তিন উপন্যাসে পাঠক বাংলাদেশের ইতিহাস, সংকট ও সম্ভাবনার গল্পগুলো জানতে পারবেন।

লেখক পরিচিতি:

স্বকৃত নোমান বাংলা ভাষার খ্যাতিমান কথাশিল্পী। জন্ম ১৯৮০ সালের ৮ নভেম্বর, ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়ায়। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারসহ ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। দেশ ও জাতির যে কোনো সংকটে কথা বলেন নিঃসঙ্কোচে। স্বপ্ন দেখেন একটি প্রাণবিক পৃথিবীর। বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>