
অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এর শেষ দিনটি যেমন ছিল বইপ্রেমী ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় আনন্দমুখর তেমনই ছিল বিদায়ের বেদনাবিধুর। কিন্তু পাঠক সমাবেশের জন্য এ দিনটি ছিল মহাআনন্দের। ঘোষণাটি প্রচারিত হয়েছিল গতকালই। আজ এই আনন্দ পূর্ণ হলো।
আজ বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে ‘নান্দনিক অঙ্গসজ্জায় সর্বশ্রেষ্ঠ প্যাভিলিয়ন’ হিসেবে নির্বাচিত পাঠক সমাবেশের প্যাভিলিয়নকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হলো।
পুরস্কারের সনদ ও ক্রেস্ট পাঠক সমাবেশের বইয়ের অগনিত পাঠক লেখক সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীর আনন্দ ও ভালোবাসার প্রতীক হয়ে রইল।
এই মাহেন্দ্রক্ষণে পাঠক সমাবেশের কর্ণধার জনাব সাহিদুল ইসলাম বিজুর অঙ্গীকার, দূরদৃষ্টি, স্বপ্ন ও নিরলস পরিশ্রমের কথা, এবং তাঁর সহধর্মিণী শবনম স্বাতীর প্রেরণার কথা আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি।