June 14, 2022June 15, 2022 মঙ্গল সমাবেশ Posted by Pathak Shamabesh under blog অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঠক সমাবেশ নিবেদিত নিয়মিত আড্ডা ‘মঙ্গল সমাবেশ’-এর উদ্বোধনী পর্ব । আগামী কাল মঙ্গলবার, ঠিক সন্ধ্যা ৬টায়; পাঠক সমাবেশ, কাঁটাবন, ঢাকায়। চলে আসুন সবান্ধব। আড্ডার মধ্যমণি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। আড্ডা পরিচালনা করবেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও মোজাফ্ফর হোসেন।আড্ডায় মেতে উঠুন সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠবে এই আড্ডা। সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আই ও পাঠক সমাবেশ ফেসবুক পেইজে। ধারণকৃত অংশ সম্প্রচার হবে চ্যানেল আইতে। সবার আমন্ত্রণ। https://www.facebook.com/PathakBD/