Blog

শতবর্ষে ব্লুমস্ ডে ও ইউলিসিস

**শতবর্ষে ব্লুমস্ ডে ও ইউলিসিস **
জেমস জয়েসের কালজয়ী উপন্যাস ‘ইউলিসিস’ প্রকাশের একশ বছর পূর্ণ হয়েছে এ বছর। বই হিসেবে ছাপার আগেই যখন এর অংশ ‘লিটল রিভিউ’ পত্রিকায় কিস্তিতে প্রকাশিত হচ্ছিল সেই সময় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং একপর্যায়ে এর প্রকাশনা ইংল্যান্ড ও আমেরিকায় নিষিদ্ধ হয়ে যায়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগেই প্যারিসে সিলভিয়া বিচের ‘শেক্সপিয়র অ্যান্ড কোম্পানি’ বইটি প্রকাশ করে। তারপর থেকে উপন্যাসটি প্রচলিত প্রথার
বিপরীতে নতুন শৈলি এবং ভাষা ব্যবহারের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে। জয়েসের ‘ইউলিসিস’ আধুনিক উপন্যাসের সূচনা করেছিল এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
জয়েসের কালজয়ী উপন্যাসের শতবার্ষিকী উপলক্ষে পাঠক সমাবেশ শুক্রবার কাঁটাবন শাখায় এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করেছে। <!–td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}–โหลดโปรแกรม ytd video downloader
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক ও অনুবাদক হাসনাত আবদুল হাই, আলোচনায় অংশ নেবেন কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক মাসরুর আরেফিন, লাতিন আমেরিকান সাহিত্য বিশেষজ্ঞ ও অনুবাদক রাজু আলাউদ্দিন এবং শিক্ষাবিদ ও অনুবাদক আবদুস সেলিম।
সময়: ১৭ জুন, ২০২২, শুক্রবার, সন্ধ্যা ৬টা
পাঠক সমাবেশ, কাঁটাবন, ঢাকা
https://www.facebook.com/PathakBD/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>