June 21, 2022September 28, 2022 মঙ্গল সমাবেশ Posted by Pathak Shamabesh under blog নাট্যকার মামুনুর রশীদকে আপনারা দেখেন নাটকে, সিনেমায়। মঙ্গলবার দেখবেন সরাসরি। আপনাদের মুখোমুখি হয়ে তিনি বলবেন তাঁর জীবনের নানা অভিজ্ঞতার কথা, শিল্পবোধ ও শিল্পচৈতন্যের কথা। স্বাধীনতা পরবর্তীকালে আমাদের অর্জনসমূহের মধ্যে থিয়েটার অন্যতম। বিষয়বস্তু, প্রকাশভঙ্গি, উপস্থাপনার স্টাইল―সব মিলিয়ে বাংলাদেশের থিয়েটার এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে। যাঁদের কারণে পৌঁছেছে তাঁদের একজন মামুনুর রশীদ। এক বৈচিত্র্যপূর্ণ জীবন তাঁর। সেই জীবনের কথা কখনো তিনি প্রকাশ করেননি। কিছুটা করবেন মঙ্গল সমাবেশে। বাংলাদেশের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের এমন সব অজানা কথা বলবেন, যা জেনে আপনারা হবেন ঋদ্ধ।, Download CorelDRAW X7 Full Crackআপনারা জানেন যে, পাঠক সমাবেশ কাঁটাবনে কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও মোজাফ্ফর হোসেনের পরিচালনায় প্রতি মঙ্গলবার ‘মঙ্গল সমাবেশ’ নামে নিয়মিত একটি আড্ডা চলছে। কেন আড্ডা? এই কারণে যে, সাহিত্য-সংস্কৃতি চর্চার বিষয়। এই চর্চাকে জারি রাখার জন্য আড্ডা প্রয়োজনীয়। একটি আড্ডা একটি বই পাঠের সমান হয়ে উঠতে পারে, যদি আড্ডাটি ঠিক মানুষের সঙ্গে হয়। প্রযুক্তির উৎকর্ষের এই কালে আড্ডা প্রায় বিলুপ্ত, আমরা পরস্পর প্রায় বিচ্ছিন্ন, আমাদের পারস্পরিক দূরত্ব ক্রমশ বাড়ছে। চোখে চোখ রেখে মুখোমুখি আড্ডা আর ভার্চুয়ালি আড্ডার মধ্যে বিস্তর ফারাক। দেশের সাংস্কৃতিক সংকটের এই ক্রান্তিলগ্নে আমরা চাই আড্ডা জমে উঠুক সর্বত্র। দেশে ও প্রবাসে, ঢাকা ও ঢাকার বাইরে, জেলা-উপজেলায়, পাড়া-মহল্লায়।তাই চলেন আসুন ২১ জুন মঙ্গলবার, সন্ধ্যা ঠিক ৬টায়, পাঠক সমাবেশ, কাঁটাবনে। নাট্যকার মামুনুর রশীদের সঙ্গে মেতে উঠুন আড্ডায়। আপনাদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের মধ্য দিয়েই প্রাণবন্ত হয়ে উঠবে এই আড্ডা। আড্ডাটি সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আই ও পাঠক সমাবেশের ফেসবুক পেজে। ধারণকৃত অংশ সম্প্রচার হবে চ্যানেল আইতে। সবার আমন্ত্রণ।