June 26, 2022September 28, 2022 মঙ্গল সমাবেশ ২৮ জুন ২০২২ Posted by Pathak Shamabesh under blog আমরা আগেই জানিয়েছিলাম যে, শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের শীর্ষ ব্যক্তিদের মধ্যমণি হিসেবে থাকবেন ‘মঙ্গল সমাবেশ’-এর আড্ডায়। সেই ধারাবাহিকতায় এবার আসছেন বিশিষ্ট চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য।শিল্পী শিশির ভট্টাচার্য্যের সঙ্গে আড্ডা দিতে চান? বাংলাদেশের চিত্রকলা জগতের অজানা বিষয় সম্পর্কে জানতে চান? তিনি কীভাবে কার্টুন আঁকেন সরাসরি দেখতে চান? তবে চলে আসুন পাঠক সমাবেশ নিবেদিত কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও মোজাফ্ফর হোসেন পরিচালিত ‘মঙ্গল সমাবেশ’-এর আড্ডায়। ২৮ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায়, পাঠক সমাবেশ, কাঁটাবন, ঢাকায়। Download IDM Kuyhaaসবার আমন্ত্রণ।,