অর্পিতা শামস মিজান আইনের সমাজতত্ত্ব নিয়ে কাজ করেন। জন্ম রাজশাহীতে, বেড়ে ওঠা ’৯০-এর দশকে, ঢাকায়। সুইডেনে শৈশব কাটানো অর্পিতার চোখে বাংলাদেশের যে প্রাণপ্রাচুর্য ধরা পড়েছিল তারই শিকড় সন্ধানে তিনি শিক্ষকতা ও গবেষণার জীবন বেছে নিয়েছেন। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অর্পিতা বাংলার সমাজজীবনের টুকরো টুকরো ছবি খুঁজে পান, সেগুলোই তাঁর লেখার আগ্রহ তৈরি করে। অর্পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। মাস্টার্স করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল’ স্কুল থেকে। বর্তমানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল ল’ স্কুলে পিএইচডি গবেষণারত।