অলীক অনামিকা ত্রিভাষী গবেষক, কবি এবং লেখক। পেশায় নৃবিজ্ঞানী অলীক গল্প, কবিতা ছাড়াও প্রবন্ধ, গান, অনুবাদ, এবং গবেষণাধর্মী লেখা প্রকাশ করেছেন। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও জার্মান ভাষায় নিয়মিত লিখছেন। তাঁর কবিতা সংকলন “নির্বাসন : উত্তর দক্ষিণ” সমাবেশ থেকে প্রকাশের অপেক্ষায়।
ইউরোপ প্রবাসী লেখক অলীক চিকিৎসা নৃবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
অলীক অনামিকার জন্ম ঢাকায়।