এম. আজিজুর রহমান একজন অবসরপ্রাপ্ত সচিব এবং সর্বশেষ তিনি বাংলাদেশের প্রথম প্রধান তথ্য কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর কলমী নাম আজিজুর রহমান আজিজ। জন্ম ১০ জানুয়ারি ১৯৪৪, বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমানে মাদারীপুর জেলা) মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামে। আজিজুর রহমান আজিজ শৈশব থেকেই পিতার কাছ থেকে গভীর জীবনবোধ, পরহিতৈষণা, মানবপ্রেম, জীবপ্রেম, সমাজসচেতনতা প্রভৃতি গুণাবলি অনুসরণ করে দীক্ষা লাভ করেন। ফলে শৈশব থেকেই আজিজুর রহমান আজিজ তাঁর লেখনির মধ্য দিয়ে নিজস্ব ভাবভঙ্গি ও পদ্ধতিতে লেখালেখির জগতে প্রবেশ করেন। তাঁর লেখালেখির ভুবন বিশাল ও বিস্তৃত। শৈশবে ছড়া ও কবিতা দিয়ে শুরু করলেও পরবর্তীকালে তিনি গান, কবিতা, উপন্যাস, গল্প ও নাটক লেখায় মনোনিবেশ করেন, যা আজও অব্যাহত রেখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ষাটটি।