আনোয়ারা সৈয়দ হক।
জন্ম : ৫ নভেম্বর ১৯৪০, যশোর। একজন খ্যাতনামা কথাসাহিত্যিক, বহুমাত্রিক লেখক। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-গবেষণা, ভ্রমণকাহিনী, শিশু-কিশোর সাহিত্য, নারীবিষয়ক এবং মনস্তত্বমূলক রচনায় অনন্যতার পরিচয় দিয়েছেন। তাঁর রচনা ইংরেজিসহ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে তাঁর কিছু লেখা।
তাঁর শতাধিক গ্রন্থের মধ্যে ভ্রমণকাহিনীমূলক গ্রন্থ : উড়ে যাই দূরে যাই, যোজন দূরের স্বজনেরা, পথিক বেশে নিজের দেশে।
পুরস্কার ও সম্মাননা : রাষ্ট্রীয় একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, অনন্যা শীর্ষদশ পুরস্কার, পদক্ষেপ পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, চাঁদের হাট পুরস্কার, ইউরো সাহিত্য পুরস্কার।