আবুল বারকাত, পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্বনামধন্য অধ্যাপক। মানব উন্নয়নের রাজনৈতিক-অর্থনীতি বিষয়ে নির্মোহ গবেষণা তাঁকে আন্তর্জাতিক খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে।তাঁর তিন শতাধিক গবেষণাকর্ম এবং ভূমি অধিকার, দারিদ্র্য, মানব বঞ্চনা ও মানব উন্নয়ন বিষয়ে অসংখ্য মননশীল প্রকাশনা রয়েছে। দারিদ্র্য ও মানব উন্নয়ন, উন্নয়নে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার, জমি-দারিদ্র্য-উন্নয়নের আন্তসম্পর্ক, অর্থনীতি ও রাজনীতির দুর্বৃত্তায়ন, মৌলবাদের অর্থনীতি, উন্নয়নে জেন্ডার বৈষম্য এবং জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ে তাঁর গভীর, সত্যানুসন্ধানী গবেষণাকর্ম দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিশেষ সমাদৃত হয়েছে। তিনি Char land in Bangladesh; Political Economy of Ignored Resource; Political Economy of Khas land in Bangladesh; Political Economy of Land Litigation in Bangladesh; A Case of Colossal National Wastage; Deprivation of Hindu Minority in Bangladesh; Living with Vested Property; Life and Land of Adibashis; Land Dispossession and Alienation of Adibashis in the Plain Districts of Bangladesh ইত্যাদি মৌলিক গবেষণা গ্রন্থের প্রধান রচয়িতা। ঋদ্ধিমান ও অন্তর্দৃষ্টিসম্পন্ন সমাজ-রাজনীতি বিশ্লেষক, অর্থনীতিবিদ ড. বারকাত দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মানব উন্নয়ন হলো স্বাধীনতা ও চেতনায়ন মধ্যস্থতাকারী প্রক্রিয়া। সেই অর্থে তাঁর গবেষণার মূল অন্বেষা মানব উন্নয়নের নৈতিক এবং আদর্শিক বিষয়। নাগরিক কর্মকান্ডে তাঁর অগ্রণী ও সাহসী ভূমিকা সমাজের জন্য বিরাট অনুপ্রেরণা। অধ্যাপক আবুল বারকাত বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি (২০১০-২০১২)। সাদেকা হালিম, পিএইচডি, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। ড. হালিম জেন্ডার এবং উন্নয়ন, বিশেষ করে, আদিবাসী জনগোষ্ঠী বিষয়ে সুপরিচিত গবেষক। বন, জেন্ডার, নারী ও শিশু পাচার, নারী ও পল্লী বিদ্যুতায়ন এবং আদিবাসী জনগোষ্ঠী ইত্যাদি নানা ক্ষেত্রে তাঁর গবেষণার আগ্রহ পরিব্যাপ্ত। তিনি পঞ্চাশেরও বেশি গবেষণা প্রকাশনার কৃতিত্বের অধিকারী ও একজন সক্রিয় নারী অধিকার কর্মী। অভিজিৎ পোদ্দার, পিএইচডি, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)-এর গবেষণা পরিচালক। তিনি Deprivation of Hindu Minority in Bangladesh; Living with Vested Property গবেষণা গ্রন্থের সহ-গ্রন্থকার। আসমার ওসমান, এমএসএস, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)-এর পরামর্শক। উন্নয়ন অর্থনীতি এবং উন্নয়নের নানা ভাবনা-অনুষঙ্গ নিয়ে গবেষণায় তাঁর কুশলতা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। তিনি Life and Land of Adibashis; Land Dispossession and Alienation of Adibashis in the Plain Districts of Bangladesh গবেষণা গ্রন্থের সহ-রচয়িতা। মো: বদিউজ্জামান, এমএসএস, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)-এর গবেষণা সহযোগী