আবু মোহাম্মদ মজহারুল ইসলাম জন্ম : ১৯২৯ খ্রিষ্টাব্দের ১৩ ফেব্রুয়ারি বগুড়া জেলার ক্ষেতলাল থানাধীন শমশিরা গ্রামে মাতুলালয়ে। শিক্ষা : ১৯৪৬ সালে ম্যাট্রিক পাস। ১৯৫৬ সালে ইন্টারমিডিয়েট পাস (আজিজুল হক কলেজ, বগুড়া) রাজবন্দী হিসেবে কারারুদ্ধ অবস্থায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে প্রথম শ্রেণীতে। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস। কর্মজীবন : ১৯৬১ সালে বগুড়া জেলা আদালতে আইন ব্যবসা শুরু। বর্তমানে স্ত্রী আবরু বেগম রানী ও দুই কন্যা এক পুত্র সবাইকে নিয়ে কানাডা নিবাসী।