আসলাম সানী ১৯৫৮ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন ঢাকার লালবাগে। পিতা : প্রয়াত আলহাজ মোহাম্মদ সামিউল্লাহ, মাতা : প্রয়াত মোসাম্মাৎ শাহানা বেগম। পৈতৃক নিবাস : ১৮৫/এ জগন্নাথ সাহা রোড (আমলিগোলা) লালবাগ, ঢাকা। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা। পেশায় লেখালেখি, সাংবাবিদকতা, কবি, নাট্যশিল্পী। স্ত্রী : নুসরাত জাহান (গৃহিণী/বুটিক শিল্পী) তিন কন্যার জনক : অনন্যা শতদ্রু রুম্পা, মৌনি তাপসী শম্পা, সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পা। প্রকাশিত গ্রন্থসমূহ : মৃত্যুঞ্জয় শেখ মুজিব, প্রাণহীন বেঁচে আছো, বিষণ্ণ বিস্তৃতি, স্বাধীনতার সূর্য মুজিব, প্রেম শুধু তোমারই জন্য, হৃদয়ে অগ্নি জল তুমি, তুই রাজাকার, নিঃশ্বাসে বিশ্বাসে বঙ্গবন্ধু, আমার কোনো ভালো মন্দ নেই, সাত রঙা প্রজাপতি, একাত্তরের বাঁশিঅলা, ভূতের ভয়ে, মুজিবনামা, ছড়ায় ছড়ায় মুক্তিযুদ্ধ, ধন্য মুজিব ধন্য, এই আলো ছায়া, রাজাকারনামা, আমার প্রিয়, শতেক ছড়ায় ঢাকা, ঘুড়ি হয়ে উড়ি, ছুমন্তর ছু, প্রেম সুপার হাইওয়ে, শিকারী ও লোভী মানুষ, সুখী রাজার তিনটি ছেলে, এই প্রেম এই বিরহ, প্রেমপদ্য, ছড়া দিয়ে পড়া, শ্রদ্ধা প্রীতির বন্ধন ছড়ায় অভিনন্দন, বাতমেরা সাচ্চা ঢাকা বাহুৎ আচ্ছা, মজার ছড়া, মজার মজার গল্প, ছড়ার ছন্দে জীবনানন্দে, ঢাকাই জোকস।