আসিফ কবীরের জন্ম ২৩ জানুয়ারি ১৯৮১, খুলনায়। পিতা : একুশে পদকে বিভূষিত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু। মাতা : কবি, শিক্ষয়িত্রী আক্তার জাহান রুমা, খুলনা থেকে প্রকাশিত প্রায় অর্ধশতবর্ষী জন্মভূমি পত্রিকার দৈনিক পর্বের প্রতিষ্ঠাতা। শিক্ষালাভ : পাবনা ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায়। পেশাজীবন : দৈনিক জন্মভূমি ও সান্ধ্য দৈনিক রাজপথের দাবীর ভূতপূর্ব সম্পাদক, এক দশককাল চুক্তিভিত্তিক সরকারি চাকরিরত। একমাত্র সন্তান আক্তার জাহান প্রকৃতি, সহধর্মিণী সানজিদা আক্তার শিপ্রা, চিত্রশিল্পী। দুই ভাই এক বোনের মাঝে জ্যেষ্ঠতম। অপর দুই ভাই-বোন আন্তর্জাতিক সংস্থায় চাকরিরত।

No products were found matching your selection.