জন্ম :- ২০শে ডিসেম্বর ১৯৭৫ খৃষ্টাব্দ, কুষ্টিয়া জেলার আড়য়া পাড়ায়। বাবার বাড়ি গোপালগঞ্জে। শৈশবে কিছু কাল ঢাকায় তারপর রাজবাড়ী জেলার পাংশা থানায় স্থানান্তর স্ব-পরিবারে। অনার্স করেছেন, রাষ্ট্রবিজ্ঞানে ফরিদপুর। বাবা মা আছেন। ছয়বোন। এক ভাই এর মধ্যে ওবায়দুজ্জামান সোহাগ-ষষ্ঠ। কবিতা লেখা শুরু কলেজ জীবনে। বন্ধুদের নিয়ে লিটলম্যাগ বের করেছেন। কিছুদিন ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। সমাজ বিভাজন, শ্রেণী বৈষম্য এসব নিয়ে ভাবতে ভাবতে কবিতা লেখা এবং কলেজ বার্ষিকীতে ছাপা হওয়া এরপর থেকে কবিতার পিছনে ছুটে চলা নিরন্তর।