পিতা: খন্দকার মোঃ মোশারফ হুসেন মাতা: রোকেয়া বেগম গ্রাম: কেওয়া পশ্চিম খন্ড ডাক: মাওনা বাজার উপজেলা: শ্রীপুর জেলা: গাজীপুর।

শিক্ষাজীবন : মাওনা প্রাইমারী স্কুলে শৈশবে পড়াশোনা করেছেন। ১৯৭৫ সালে মাওনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৭৮ সালে ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেছেন। পরবর্তীতে ১৯৮১ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান এবং ১৯৮২ সনে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেছেন।

কর্মজীবন : ১৯৮৫ সনে ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ‘বিক্রমপুর কে. বি. ডিগ্রী মহাবিদ্যালয়ে বাংলার প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে একই মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।