জামাল আহমেদ এর জন্ম ১৮ মার্চ, ১৯৫৯ সালে। জন্মস্থান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাকুড়িয়া গ্রামে। পিতা নাম মরহুম আব্দুল আলী। মাতার নাম মরহুমা জহুরা বেগম, স্ত্রীর নাম তামান্না পারভিন এবং একমাত্র ছেলে অখিলপ্রিয় জামালি। ইংরেজি ভাষা ও সাহিত্যে বি.এ. অনার্সসহ এম.এ. ১৯৮৪ তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পেশায় তিনি সরকারি চাকুরীজীবি।