কবি জাহিদুল হক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। মূলত কবি হলেও বাংলা কথাশিল্পেও তাঁর অবদান একটি নতুন মাত্রা যুক্ত করেছে। বিচিত্র ও বর্ণাঢ্য তাঁর কর্মজীবন। প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার একজন নন্দিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ইওরোপে প্রবাসী ছিলেন। সিনিয়র এডিটর ও ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন কোলোনের ‘ডয়েচে ভেলে’-তে। উপমহাপরিচালক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ বেতারে। সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন জাতীয় দৈনিক ‘সংবাদ’-এ। বাংলা একাডেমির সম্মানিত ফেলো এই কবি বর্তমানে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের একজন সদস্য। কবিতার জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। লিরিক কবিতার জন্য পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে বিশেষ সম্মাননা।

এশিয়া ও ইওরোপের প্রধান শহরগুলো তিনি ভ্রমণ করেছেন।