রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। তিনি ১৯৭৯ সাল হতে ১৯৯৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ১৯৯৬ সালে তিনি অধ্যাপক পদ অর্জন করেন এবং বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক পদে যোগদান করেন এবং পরবর্তী সময়ে ডিন-এর পদে কাজ করেন। অসমতার খেসারত তাঁর ১৩তম অনুবাদ গ্রন্থ। তিনি যথাক্রমে স্যামুয়েল দি হান্টিংটন-এর দুটি গ্রন্থ, যোসেফ ই. স্টিগলিজের একটি গ্রন্থ, নোম চমস্কির তিনটি গ্রন্থ, নেলসন ম্যান্ডেলার একটি গ্রন্থ, ফরিদ জাকারিয়ার একটি গ্রন্থ, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে হামুদুর রহমানের নেতৃত্বে গঠিত পাকিস্তান সরকারের তদন্ত কমিটির বাছাইকৃত অধ্যায়সমূহ, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভারতের বিএসএফের তৎকালীন ডিজি রুস্তমজীর স্মৃতিচারণমূলক গ্রন্থসহ মৌলানা ওয়াহিদ উদ্দীন খানের ইসলাম ধর্ম বিষয়ক দুটি গ্রন্থ অনুবাদ করেছেন। রাজনীতি ও সামাজিক বিজ্ঞান জ্ঞানকোষ শীর্ষক তাঁর একটি মৌলিক গ্রন্থ দুটি খণ্ডে প্রকাশিত হয়েছে। তিনি যথাক্রমে যুদ্ধাপরাধী জামায়াত এবং জঙ্গি প্রসঙ্গ শীর্ষক ৬টি খণ্ড সম্পাদনা করেছেন। গণজাগরণ মঞ্চের ওপর তাঁর সম্পাদিত একটি পুস্তক প্রকাশিত হয়েছে। দৈনিক খবরের কাগজে প্রকাশিত তাঁর কলামসমূহ দুটি খণ্ডে প্রকাশিত হয়েছে।