ড. শাহীদা রহমান জন্ম : ১৯৫৩ সালের ৫ এপ্রিল, বরিশাল জেলার বানারীপাড়ায়। লেখাপড়া : অনার্স ইডেন মহিলা মহাবিদ্যালয়ে; এমএ এবং পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবন : ১৯৭২ সালে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। দীর্ঘ ১৭ বছর ফ্রিল্যান্স সাংবাদিকতার পর পেশা বদলে গেল শিক্ষকতায়। লেখালেখি : ছোটগল্প লেখক। কে তুমি গোলাপ নামে একটা ছোটগল্প সংকলন প্রকাশিত হয়েছে। নারী অধিকার ও রবীন্দ্রবিষয়ক প্রবন্ধ লেখালেখিতে জড়িত। রবীন্দ্রচর্চাকেন্দ্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। দেশে এবং কলকাতায় এ কেন্দ্রের আয়োজিত সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন।