ড. সুনীল কান্তি দে গবেষণা ক্ষেত্রে একটি লব্ধ প্রতিষ্ঠিত নাম। তাঁর জন্ম ১৯৫৬ সালে চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব গোমদণ্ডী গ্রামে। লেখাপড়া ও প্রশিক্ষণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত, শ্রীলঙ্কা ওপেন ইউনিভার্সিটি এবং ক্যানটারবারি ইউনিভার্সিটি, নিউজিল্যান্ডে। পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন বাংলায় ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন নিয়ে। লেখালেখি করেছেন বিভিন্ন বিষয় নিয়ে।
ঔপনিবেশিক বাংলার সমাজ-সংস্কৃতি, রাজনীতি, শিক্ষা বিষয়ে তাঁর আছে মৌলিক গবেষণাকর্ম।

বর্তমানে তিনি বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কাজ করছেন। পেশাজীবনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদে ইতিহাস বিষয়ের অধ্যাপক।