ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এম.এফ.এ করেছেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাঙালির দর্শন ও উত্তরাধুনিকতা’ বিষয়ে পিএইচ.ডি করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে সহযোগী অধ্যাপক। লিটল ম্যাগাজিন অর্বাক-এর সম্পাদক।
প্রকাশিত গ্রন্থ: বয়াংসি চরকায় লাঙল কাব্য (২০১১), কদাচিৎ কুত্রাপি (২০১৫), বিকস্বর কুত্রাপি (২০১৭), ফ্রয়েডিয় লিবিডো তত্ত্ব এবং তান্ত্রিক দেহাত্মবাদ : সমীক্ষণ ও তুলনামূলক বিচার (২০২৪)
প্রকাশিতব্য গ্রন্থ: বঙ্গীয় শিল্পকলা; দেহতাত্ত্বিক দর্শনের উত্তরাধিকার (২০২৪)
সম্মাননা: ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার (২০১২), লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার (২০১৩)।