নজরুল ইসলাম (জন্ম ১৭ এপ্রিল ১৯৪১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও নগর গবেষণা কেন্দ্রের সম্মানিক সভাপতি। নগরায়ণ ও ভূগোলবিষয়ক ইংরেজি ও বাংলা ভাষায় লেখা ২০টি গ্রন্থের রচয়িতা/সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পত্রিকা সম্পাদনা করেছেন। সুপরিচিত শিল্প-সমালোচক, ষাটের দশক থেকেই চিত্রকলার ওপর লিখছেন। সমকালীন শিল্প ও শিল্পী এবং Zainul Abedin/জয়নুল আবেদিন, তাঁর লেখা এ দুটো বই ইতিপূর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে প্রকাশিত হয়েছে। এ ছাড়া চিত্রকলার ওপর তাঁর উল্লেখযোগ্য সংখ্যক বাংলা ও ইংরেজি প্রবন্ধ দেশে ও বিদেশে প্রকাশিত হয়েছে। বিশ্বের বহু বিখ্যাত চিত্রশালা ও জাদুঘর দেখার সুযোগ পেয়েছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাহচার্য ধন্য। নিজেরও আঁকার অভ্যাস আছে।