ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠক্রমের মূলধারায় নারী প্রেক্ষিত সন্নিবেশনের লক্ষ্য উইমেন্স স্টাডিজ সেন্টার শুরু করার একটি প্রক্রিয়া চলেছিল বিগত শতকের আশির দশকে। নব্বই-এর দশকের মাঝামাঝি সময়ে উইমেন্স স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠার দাবি প্রাধান্য পেল । এইসব প্রক্রিয়ারই বাস্তবায়ন ঘটেছে নতুন শতাব্দীর সূচনা কালে ২০০০ সালের এপ্রিল মাসে উইমেন্স স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে। পরবর্তীতে ২০০৬ সালের মে মাসে উইমেন্স স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের স্বীকৃতি ও সহযোগিতায় এই বিভাগ উচ্চতর পাঠক্রম পরিচালনা করছে। বিভাগের উন্নয়নসহ কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থায়নের প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সহযোগিতা লাভে এই বিভাগ সমর্থ হয়েছে। প্রতিষ্ঠার সময় থেকে ২০১০ সালের জুন পর্যন্ত ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ‘Institutionalizing the Department of Women’s Studies University of Dhaka’ নামে প্রজেক্ট পরিচালিত হয়েছে।