জন্ম গত শতাব্দীর ষাটের দশকে, বেড়ে ওঠা ছয় দফা আন্দোলনের উত্তাল দিনগুলোতে। শৈশবে প্রত্যক্ষ করেন মুক্তিযুদ্ধের ভয়াবহতা। শিক্ষা জীবনের সূচনা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে, কৃষিবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী। সম্মান ও স্নাতোকত্তোর পড়াশোনা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অফ পোষ্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার, গাজীপুর থেকে। এডিএস (ADS―অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ) এবং এলাস (ALAS―অস্ট্রেলিয়ান লিডারশিপ এওয়ার্ড স্কলারশিপ) স্কলার হিসেবে পাবলিক পলিসি- ম্যানেজমেন্ট, ব্যবসা প্রশাসন ও অর্থনীতি নিয়ে মনাশ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন থেকে দ্বিতীয়বার স্নাতকোত্তর ও পিএইচডি অর্জন।