জন্ম ঝালকাঠি জেলার রাজাপুরে ১৯৬০ সালে। বাংলা সাহিত্যে অনার্সসহ এমএ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।
আশির দশকের কথাসাহিত্যবিষয়ক ছোটকাগজ সংবেদ-এর সম্পাদক পারভেজ হোসেনের লেখালেখি শুরু অপ্রাতিষ্ঠানিক সাহিত্যচর্চার ধারায়। এ যাবৎ প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা ৬।
কথাসাহিত্যে অবদান রাখার জন্য তিনি কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন ‘কারুভাষ-শ্যামল গঙ্গোপাধ্যায় সম্মাননা-২০০৮’। ‘জেমকন সাহিত্য পুরস্কার-২০১১’ পেয়েছেন যে জীবন ফড়িঙের, দোয়েলের গল্পগ্রন্থের জন্য। ‘প্রথম আলো বর্ষসেরা বই : ১৪১৯’ পেয়েছেন ডুবোচর গল্পগ্রন্থের জন্য এবং কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’।