মঈনুল হাসান, কথাসাহিত্যিক। জন্ম : ১৯৭৮ সালের ৪ আগস্ট ঢাকার তেজগাঁওয়ে। শিক্ষা : ঢাকার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক, চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন। পরবর্তীকালে সরকারি চাকুরিতে প্রবেশের পর যুক্তরাজ্যের MA in International Human Resource Management বিষয়েও ডিগ্রি অর্জন। বর্তমানে উপসচিব হিসেবে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগে কর্মরত।
প্রকাশনা : ফুলকুড়ানি মেয়ে (ছোটদের কাব্যগ্রন্থ), বাস্তুসাপ (গল্পগ্রন্থ), সন্ধ্যা নামার আগে (গল্পগ্রন্থ), কল্পে গল্পে ইলিশ (সম্পাদিত গল্প সংকলন), জলসংসার (গল্পগ্রন্থ), শরফুন ও এক শহরের বৃত্তান্ত (গল্পগ্রন্থ), রাঙা শালুক (ছড়াগ্রন্থ), শিল্পী-সাহিত্যিকের স্মৃতিতে বঙ্গবন্ধু (সম্পাদিত গ্রন্থ)।