মঈন চৌধুরীর জন্ম বাংলা ১৩৫৪ সালের ২৫ বৈশাখ। পেশাগতভাবে ভূ-প্রকৌশল উপদেষ্টা। কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ‘প্রান্ত’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদক তিনি। বিজ্ঞান-দর্শন, সমাজ, প্রকৃতি, প্রেম, নিসর্গ, দ্রোহ ও সংঘাত এক নতুন আঙ্গিকে প্রাণ পায় মঈন চৌধুরীর প্রবন্ধ, কবিতা ও শিল্পকর্মের মর্মমূলে। জীবনের প্রয়োজনেই সৃষ্টির স্রষ্টা হতে চান এই প্রাবন্ধিক, কবি, শিল্পী বিভিন্ন মৌলিক চিন্তা ও চেতনাসহ।