মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। তিনি ২৯ মে ১৯০৮ সালে সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ঢাকা বিভাগের বিক্রমপুর জেলার মালপদিয়া গ্রামে। তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। অতিদারিদ্র্যের মধ্যে তিনি জীবন অতিবাহিত করেন।
কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যয়নকালে ১৯২৮ সালে ‘বিচিত্রা’ পত্রিকায় তাঁর রচিত প্রথম ছোটগল্প ‘অতসী মামী’ প্রকাশিত হয়। ‘পদ্মানদীর মাঝি’, ‘পুতুল নাচের ইতিকথা’, ‘দিবারাত্রির কাব্য’, ‘জননী’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া তিনি রচনা করেছেন বহু ছোটগল্প।
‘পদ্মানদীর মাঝি’ তাঁর কালজয়ী এক উপন্যাস। উপন্যাসটি হিন্দি, মালয়ালম, কানাড়ি, তামিল, ওড়িয়া, অসমিয়া, মণিপুরি, ইংরেজি, সুইডিশ, চেক, রুশ এরকম বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে।
৩ ডিসেম্বর ১৯৫৬ সালে খ্যাতিমান এই কথাসাহিত্যিক মৃত্যুবরণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের অসামান্য সাহিত্যকর্ম বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তাঁর সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যের ভুবনকে করেছে আলোকিত।