মারুফ শমশের যাকারিয়ার জন্ম ৫ ফেব্রুয়ারি, ১৯৬৫ সাল, ঢাকায়। প্রথম স্কুল জীবন গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলে ক্লাস সেভেন পর্যন্ত। এরপর ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এস,এস,সি ও এইচ,এস,সি পাস করেছেন। লেখাপড়া শেষ করেছেন এম,বি,এ করে, এম,আই,এস মেজর নিয়ে। তথ্য প্রযুক্তিকে পেশা হিসেবে নিয়েছেন দীর্ঘ বিশ বছর ধরে। স্ত্রী মুন্নী ও এক কন্যা আনিকা নিয়ে লেখকের পরিবার। নিগড় লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস।