মাসুদুজ্জামান অনেক দিন ধরে কবিতা লিখছেন। তবে প্রবন্ধ ও গবেষণাতেও অনিঃশেষ আগ্রহ তাঁর। জাতীয় দৈনিক, ছোটকাগজ ও সাহিত্য পত্রিকায় সাহিত্য-সমালোচনা, সাহিত্যতত্ত¡, নারীবাদ, বিশেষ করে বিদেশি উল্লেখযোগ্য লেখকদের সুখপাঠ্য লেখার অনুবাদসূত্রে সুপ্রতিষ্ঠিত একজন লেখক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ : উদিত দুঃখের দেশ, আগুনের ডালপালা, নভোনীল সেই মেয়ে, মনপুঁথি, পাখি শব করে রব। অন্যান্য উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ : বাংলাদেশের সাহিত্যপাঠ : রাষ্ট্র রাইফেল ও ব্যক্তিমানুষের বয়ান, বাংলাদেশ ও পশ্চিম বাংলার কবিতা : দুই প্রতিবেশী ধারা, রবীন্দ্রনাথ ও তাঁর শিক্ষাভাবনা, পুরুষতন্ত্র ও যৌনরাজনীতি, নারী যৌনতা রাজনীতি, দূরের জানালা, কাফকার প্রেম, টমাস ট্রান্সট্রোমারের কবিতা, জেন্ডার বিশ^কোষ। পেশাগত জীবনে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক। কয়েক বছর তাইওয়ানের একটা বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সাহিত্য-সংস্কৃতির অনলাইন পোর্টাল তীরন্দাজ-এর সম্পাদক।