মাহফুজুর রহমান জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ১লা জানুয়ারিতে, বাংলাদেশের প্রত্যন্ত জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসে-সোনাপুর গ্রামে। বাল্যাকাল কেটেছে গ্রামীণ জনপদে। পরবর্তীকালে লেখাপড়া ও বেশাগত কারণে বাংলাদেশের নানা অঞ্চলে ঘুরে, বিচিত্র অভিজ্ঞতার ঋদ্ধ হয়ে ওঠেছেন। ছাত্র জীবনের শুরুতেই বিপ্লবী রাজনীতির হাতেখড়ি। যা একণও তার সাধনার মূল বিন্দু। পরবর্তীকালে রাজনীতির সাথে সম্পর্ক রেখে, সাংস্কৃতিক আন্দোলনে সার্বক্ষণিক কর্মী হিসেবে জড়িয়ে পড়েন। কোনো নির্দিষ্ট পেশা গ্রহণ না করে, লেখাকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন। প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকার মানুষের ব্যক্তিগত জীবন এবং সমষ্টিগত চেতনার উপলব্ধি করেছেন মার্কসবাদী দৃষ্টিতে। মার্কসীয় নন্দনতত্ত্ব তার সাহিত্যের মূল প্রেরণা। তার লেখার উপজীব্যও ইতিহাসের সংগ্রামী উপাখ্যান। বৃহত্তর সিলেট অঞ্চলের গ্রাম-জনপদ ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধ, বিপ্লবী রাজনীতির কাহিনী সংগ্রহ করেছেন। প্রকাশিত গ্রন্থ : ১. জীবনী গ্রন্থ : পিবপিন পাল বাংলা একাডেমী, ঢাকা। ২. মোহাম্মদ আশরাফ হোসেন বাংলা একাডেমী, ঢাকা। ৩. সৈয়দ মুজতা আলী, শিশু একাডেমী, ঢাকা।