মাহবুব আহমেদ একজন সরকারি কর্মকর্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সচিব হিসেবে তিনি অর্থ মন্ত্রণালয়, অর্থবিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে মাহবুব আহমেদ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি সৃষ্টিশীল লেখালেখির সাথে ছাত্রজীবন থেকেই জড়িত রয়েছেন।