জন্ম ৭ অক্টোবর ১৯৬৭, মাগুরায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বার্মিংহাম ইউনিভার্সিটি, যুক্তরাজ্যে। লেখালেখির শুরু ১৯৮৫ সাল থেকে। দৈনিক ইত্তেফাক পত্রিকার কচি-কাঁচার আসরে প্রথম ছড়া প্রকাসিত। পরে আধুনিত কবিতা ও মননশীল-গবেষণামূলক প্রবন্ধ রচনায় মনোযোগী। প্রকাশিত গ্রন্থসংখ্যা নয়। এর মধ্যে কিশোর কবিতাগ্রন্থ চারটি, আধুনিক কবিতাগ্রন্থ তিনটি এবং প্রবন্ধগ্রন্থ দুটি। উল্লেখযোগ্য কবিতাগ্রন্থসমূহ হলো : কুঠোর সম্প্রদায় (১৯৯৭), বহুকৌণিক বাতাসের মুখ (২০০৯) এবং আত্মগ্রহণের গ্রীবায় ওড়ে স্বপ্নফড়িঙ (২০১২)। পেশা সরকারি চাকরি। বর্তমানে উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁর সনদ-নাম মো: মফিদুর রহমান।