মেহেদী মাহমুদ চৌধুরী। জন্ম নারায়ণগঞ্জের অদূরে সাবেক আদমজী নগরে, স্থায়ী ঠিকানা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রাম, বর্তমানে যুক্তরাজ্যের বর্নমাউথ শহরের বাসিন্দা। লেখাপড়ার প্রথম পাঠ সাবেক আদমজী হাই স্কুলে, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি। উচ্চশিক্ষা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে, পরে জাপানের রিতসুমেকান বিশ্ববিদ্যালয়, সবশেষে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। বর্তমানে অধ্যাপনা করেন যুক্তরাজ্যের বর্নমাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে।

অর্থনীতি বিষয়ে তাঁর বেশ কয়েকটি লেখা আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। সময়ে সময়ে লিখেছেন সমাজ ও দর্শন বিষয়ক লেখা যা বাংলা-ইংরেজি পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের বইমেলায় সমাবেশ থেকে বের হয় তাঁর কবিতার বই ‘ফিরে আসার কাহিনি’। এছাড়া সাহিত্য বিষয়ক তাঁর কয়েকটি প্রবন্ধ আছে।