কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। ১৯৬৫ সালের ৬ মে শরিয়তপুরে জন্ম গ্রহণ করেন। বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম-এ কাজ করছেন। দেশি ও বিদেশি সাহিত্য নিয়ে নিয়মিত লেখার পাশাপাশি ইংরেজি ও স্প্যানীশ থেকে প্রচুর অনুবাদ করেছেন।
প্রকাশিত অনুবাদ গ্রন্থ: গেয়র্গ ট্রাকলের কবিতা (মঙ্গলসন্ধ্যা), টেড হিউজের নির্বাচিত কবিতা (বাংলা একাডেমি), সি.পি. কাভাফির কবিতা (শিল্পতরু প্রকাশনী), কথােপকথন (বাংলা একাডেমি), সাক্ষাতকার (দিব্যপ্রকাশ), খাতিমানদের মজারকাণ্ড ( মাওলা ব্রাদার্স), নির্বাচিত বাের্হেস (ঐতিহ্য প্রকাশনী, ৫ খন্ড, সম্পাদনা) বাের্হেসের আত্মজীবনী (সংহতি প্রকাশনী, সহ-অনুবাদক), আলাপচারিতা (পাঠকসমাবেশ, গৃহীত সাক্ষাতকার)।