রিপন মিনহাজ

জন্ম: ১৯৭৭, চট্টগ্রাম

ই-মেইল: rmenhaz@yahoo.com

লিটল ম্যাগাজিন ‘উত্তর ফাল্গুনী’র সম্পাদনার সাথে জড়িত। লিটল ম্যাগাজিনেই প্রথম গল্প প্রকাশিত হয় ১৯৯৪ সালে। মূলত লিটল ম্যাগাজিনেই লিখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক । স্নাতকোত্তর করেছেন লোক প্রশাসন আর ব্যবসা প্রশাসন বিষয়ে। বর্তমানে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। এ বইয়ে গ্রন্থিত গল্পগুলো লেখকের ১৯৯৪ থেকে ২০১৩ সালে লিখিত প্রকাশিত-অপ্রকাশিত গল্প থেকে নেয়া।