শহীদুল জহিরের জন্ম ঢাকায় নারিন্দার ভূতের গলিতে। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রামের বিভিন্ন স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন ডিসির দি আমেরিকান ইউনিভার্সিটি এবং কিছুদিন বার্মিংহাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। পেশা তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ :
পারাপার (১৯৮৫)
জীবন ও রাজনৈতিক বাস্তবতা (ফাল্গুন ১৩৯৪)
সে রাতে পূর্ণিমা ছিল (ফেব্রæয়ারি ১৯৯৫)
ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প (১৯৯৯)
মুখের দিকে দেখি (২০০৬)
আবু ইব্রাহীমের মৃত্যু (২০০৯)
ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প (২০০৪)
শহীদুল জহির নির্বাচিত উপন্যাস (২০০৭)
শহীদুল জহির নির্বাচিত গল্প (২০০৬)

তিনি জীবদ্দশায় আলাওল সাহিত্য পুরস্কার, আজকের কাগজ সাহিত্য পুরস্কার এবং প্রথম আলো বর্ষসেরা সাহিত্য পুরস্কার (মরণোত্তর) অর্জন করেছেন।