শাহাদুজ্জামান ব্যাতিক্রমী এবং নিরীক্ষাধর্মী গ্রন্থ রচনার মধ্য দিয়ে শাহাদুজ্জামান মননশীল বাংলা কথাসাহিত্যে তাঁর অনিবার্য অবস্থানটি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ এবং অনুবাদ সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। শাহাদুজ্জামান পড়াশোনা করছেন মির্জাপুর ক্যাডেট কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীকালে তিনি নেদারল্যান্ডস-এর আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি ডাক্তার হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ স্কুল অব পাবলিক হেলথ’এ।বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়। (Email: zaman567@yahoo.com) শাহাদুজ্জামানের কিছু উল্লেখযোগ্য বই ছোটগল্প : ‘কয়েকটি বিহ্বল গল্প’, ‘ পশ্চিমের মেঘে সোনার সিংহ’, ‘কেশের আড়ে পাহাড়’, ‘অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প’ উপন্যাস/ডকু ফিকশন : ‘ক্রাচের কর্নেল’, ‘বিসর্গতে দুঃখ’, ‘খাকি চত্বরের খোয়ারী’, ‘আধো ঘুমে ক্যাষ্ট্রোর সঙ্গে’ প্রবন্ধ : ‘কাগজের নৌকায় আগুনের নদী : কলাম, নিবন্ধ, বক্তৃতা সংকলন’, ‘শাহবাগ ২০১৩’, ‘লেখালেখি’, ‘চিরকুট’, ‘টুকরো ভাবনা’, ‘চ্যাপলিন আজো চমৎকার’, ‘চলচ্চিত্র, বায়োস্কোপ প্রভৃতি’, ‘আমস্টার্ডাম ডায়েরী এবং অন্যান্য’ গবেষণা : ‘একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙ্গা হাড়’ সাক্ষাৎকার : ‘কথা পরম্পরা’ অনুবাদ : ‘ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প’, ‘ভাবনা ভাষান্তর’ সম্পাদনা : ‘আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরী’