শেখ সাইয়েদুল ইসলাম বক্ষ্যমাণ পুস্তকটির অনুবাদক। জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৫৫। পেশা : শিক্ষকতা—সরকারি কলেজ থেকে অধ্যাপক হিসেবে অবসরে যান ২০১৫ সালে। ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন। সে সময় থেকেই লেখালেখিতে সম্পৃক্ত হন। মৌলিক লেখনী ছাড়াও তিনি অনুবাদকর্মে সহজ ও সাবলীল। ১৯৭৮ সালে দৈনিক বাংলার সাহিত্য পাতায় ‘London Literature’এ প্রকাশিত লেখা ‘The Portrait of Gorky’এর বঙ্গানুবাদ করেন ‘গোর্কী প্রতিকৃতি’ নামে। ১৯৯৪ সালে জনকণ্ঠের সাহিত্য পাতায় তাঁর অনুবাদে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত সর্বাধিক বিক্রীত রাজনৈতিক উপন্যাস The Fifth Horseman (1984) ‘পঞ্চম অশ্বারোহী’ শিরোনামে। ১৯৯৫ সাল থেকে কয়েক বছর প্রগতিশীল জার্নাল ‘সমাজচেতনায়’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় রাজনীতি ও উন্নয়নবিষয়ক বেশ কিছুসংখ্যক প্রবন্ধের বঙ্গানুবাদ। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষের’ অন্যতম লেখক ও নিবন্ধকার হিসেবে তিনি অবদান রাখেন।