সতীনাথ ভাদুড়ীর জন্ম ১৯০৬ সালে বিহারের পূর্ণিয়া জেলায়। পিতা ইন্দুভূষণ ভাদুড়ী এবং মাতা রাজবালা দেবী।

১৯২৪ সালে পূর্ণিয়া জেলা স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। ১৯৩০ সালে অর্থনীতিতে এম.এ. এবং ১৯৩১ সালে আইন পাস করেন। পেশা ওকালতি। রাজনৈতিক বন্দি হিসেবে ভাগলপুর জেলে আটক থাকাকালে রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে তিনি রচনা করেন তাঁর প্রথম উপন্যাস ‘জাগরী’। উপন্যাসটির জন্য ১৯৫০ সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। তাঁর রচিত ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসের জন্য তিনি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। উপন্যাসটি দুটি চরণে বিভক্ত। ১৯৪৯ সালে প্রথম ও ১৯৫১ সালে দ্বিতীয় চরণ প্রকাশিত হয়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: ‘পত্রলেখার বাবা’, ‘অচিন রাগিণী’, ‘আলোক দৃষ্টি’, ‘অপরিচিতা’, ‘গণনায়ক’, ‘চিত্রগুপ্তের ফাইল’, ‘সংকট’, ‘দিগভ্রান্ত’ ইত্যাদি।

১৯৬৫ সালে প্রখ্যাত এ কথাসাহিত্যিক মৃত্যুবরণ করেন।