সন্তোষ গুপ্ত জন্ম : ৯ জানুয়ারি ১৯২৫ খ্রিষ্টাব্দ। মৃত্যু : ৬ আগস্ট ২০০৪ খ্রিষ্টাব্দ। জন্মস্থান : ঝালকাঠি জেলার রুনসী গ্রাম। পিতা : যোগেশ চন্দ্র গুপ্ত মাতা-কিরণবালা গুপ্তা। ১৯৪১ সালে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীকালে কলকাতা সিটি কলেজে পড়াশোনা করেন। পাবলিক সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন ১৯৪৪ সালে। সে বছরই কমিউনিস্ট পার্টির সঙ্গে সরাসরি যুক্ত হন। ১৯৪৯ সাল থেকে বহুবার রাজনৈতিক কারণে কারাবরণ করেন। ১৯৬২ সালে স্বেচ্ছায় পার্টি থেকে সরে আসেন। সাংবাদিকতায় আসেন ১৯৫৭ সালে। সাংবাদিক হিসেবে সন্তোষ গুপ্ত ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। তাঁর সততা, দক্ষতা ও নিষ্ঠা আগামীতেও বহুকাল এ দেশের সংবাদপত্র জগতে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর ‘অনিরুদ্ধের কলাম’ এ দেশের বিদগ্ধ মহলে বিশেষভাবে সমাদৃত ছিল। রাজনীতিবিদদের জন্য ছিল দিকনির্দেশনা। বস্তুত এই পেশাগত সম্মান বা খ্যাতিই জীবনকালে লেখক, সাহিত্য-সমালোচক, কবি ও শিল্পবোদ্ধা হিসেবে তাঁর অন্য পরিচয়টিকে যেন খানিকটা আড়াল করে ছিল। মৌলিক গ্রন্থ : ১১, সম্পাদিত : ৩। একুশে পদকসহ অসংখ্য পদক, পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।