সরকার আমিন, জন্ম ১৯৬৭ সালের ২৯ সেপ্টেম্বর; কবি, দর্শন-ভাবুক ও সংগীতাগ্রহী। বাংলা একাডেমিতে পরিচালকের দায়িত্ব পালন করছেন। অনুবাদ করেছেন চিনা ক্লাসিক দর্শন বই লাওৎসর ‘তাও তে চিং’। লিখেছেন আত্মজীবনভিত্তিক মুক্তগদ্যের বই ‘এ জার্নি বাই লাইফ’। প্রায় দুই ডজন কবিতার বই আছে তাঁর। প্রচুর ভ্রমণ করেন। বন্ধুদের নিয়ে ‘প্রশান্তিবাড়ি’তে আড্ডা দিয়ে আনন্দ পান। নিজের জন্য ও অপরের জন্য আনন্দ তৈরি করাই তাঁর জীবন দর্শন।
‘কবিতার চিত্রকল্প’—বইটি মূলত সরকার আমিনের একটি গবেষণা অভিসন্দর্ভ। এ গবেষণার মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।