সাদিয়া মাহ্জাবীন ইমামের জন্ম ১২ অক্টোবর ১৯৮২ সালে ফরিদপুরে। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা করছেন গণমাধ্যমে। প্রথম গল্পগ্রন্থ ‘পা’-এর জন্য ২০১৫ সালে পেয়েছেন এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার।

‘মানুষের গল্প’ তাঁর পঞ্চম বই। ২০১৪ সালে ‘পা’ গল্পগ্রন্থ, ২০১৭ সালে গল্পগ্রন্থ ‘রক্তমূলে বিচ্ছেদ’, ২০২০ সালে গল্পগ্রন্থ ‘বৈদিক পাখির গান’ এবং যৌথভাবে সম্পাদিত প্রবন্ধের বই ‘চেতনার উত্তরাধিকার’ প্রকাশিত হয়েছে।