সুধাংশু শেখর বিশ্বাস লেখালেখি জগতের মানুষ নন। নিজ সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখ, আশা-স্বপ্ন নিয়ে কিছু একটা করার তাগিদে লিখেছিলেন গবেষণামূলক উপন্যাস নমস পুত্র। তারপর একে একে শরণার্থী, দ্রোহের দীপাবলী। ছাত্রজীবনে যুক্ত ছিলেন ‘ ‘ছাত্র ইউনিয়ন’ ‘ ‘উদীচী’ ‘‘খেলাঘর’ এর সাথে। সাংবাদিকতা করেছেন যশোর এর ‘দৈনিক রানার’ পত্রিকায়। পরবর্তী জীবনে সরকারি চাকুরে। অর্থ মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু। মাঠ পর্যায়ে ইউএনও ছিলেন সিরাজগঞ্জ এর কাজিপুর ও পিরোজপুর এর কাউখালি উপজেলায় এবং এডিসি ছিলেন ঠাকুরগাঁও জেলায়। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত। বাবার চাকরিসূত্রে থেকেছেন বিভিন্ন জায়গায়। এসএসসি পাশ করেছেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি যশোর সিটি কলেজ থেকে। অর্থনীতি বিষয়ে অনার্সসহ গ্রাজুয়েশন, মাস্টার্স করেছেন যথাক্রমে যশোর এমএম কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশুনা, প্রশিক্ষণ, সরকারি কাজে ঘুরেছেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার বিভিন্ন দেশ।