সৈয়দ আকরম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক। জন্ম ৮ ডিসেম্বর ১৯৪৪, যশোরে। রবীন্দ্র-গবেষক হিসেবে প্রসিদ্ধি অর্জন করেছেন। তাঁর সম্পাদিত ত্রিশ খণ্ডের রবীন্দ্র-রচনাবলি উভয় বাংলায় অনন্য দৃষ্টান্ত রূপে গৃহীত হয়েছে। তিনি বাংলা একাডেমি পুরস্কার [১৯৮৯], বাংলা একাডেমি রবীন্দ্র-পুরস্কার [২০১৬], একুশে পদক [২০১৭], কলকাতার টেগোর রিসার্চ ইন্সটিটিউট কর্তৃক রবীন্দ্রতত্ত্বাচার্য [২০১৮], এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটি আদর্শ শিক্ষক সম্মাননা ২০২৩-সহ ভূষিত হয়েছেন অজস্র পুরস্কার ও সম্মাননায়।
গবেষণাগ্রন্থ ও প্রবন্ধ সংকলন : রবীন্দ্রনাথের উপন্যাস: দেশকাল ও শিল্পরূপ [১৯৬৯]; মুনীর চৌধুরী মোফাজ্জল হায়দার চৌধুরী আনোয়ারা পাশা [১৯৭২]; রবীন্দ্রনাথের উপন্যাস : চেতনালোক ও শিল্পরূপ [২৫ বৈশাখ, ১৩৮৮]; বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ [১৯৮৫]; এস. ওয়াজেদ আলি [১৯৮৭]; সৈয়দ ওয়ালীউল্লাহ্ [১৯৮৮]; আবদুর রাজ্জাক [১৯৯০]; প্রসঙ্গ: বাংলা কাথাসাহিত্য [১৯৯৭]
সম্পাদিত গ্রন্থ : এস. ওয়াজেদ আলি রচনাবলী দুই খণ্ড [ফেব্রুয়ারি ১৯৮৫, নভেম্বর ১৯৮৫]; সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচনাবলী দুই খণ্ড [১৯৮৬, ১৯৮৭]; আহৃতি [প্রবন্ধ-সংকলন, নরেশ সেনগুপ্ত, ২০১০]; অগ্নি-সংস্কার [উপন্যাস, নরেশ সেনগুপ্ত, ২০১১]।