সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক এবং নাট্য নির্দেশক ও পরিচালক। তাঁর জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এম এ ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে সৈয়দ জামিল আহমেদ ডক্টরেট ডিগ্রি লাভ করেন। চাকা, বিষাদসিন্ধু (ঢাকা) এবং এক হাজার অউর এক থি রাতে (করাচি) তাঁর ব্যতিক্রমধর্মী সফল নির্দেশনা। তিনি অচলায়তন, কিত্তনখোলা, কেরামত মঙ্গল (ঢাকা), গুড উইমেন অফ সেজুয়ান (কলকাতা) নাটকের ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদের বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা কাজের মধ্য দিয়ে তিনটি উল্লেখযোগ্য বই লেখেন।