সৈয়দ রিয়াজুর রশীদ, জন্ম সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় ১৯৬২ সালের ৪ অক্টোবর। পিতা সৈয়দ হারুনার রশীদ (মরহুম) এবং মা জাহানারা বেগম। শিক্ষাজীবন ও বেড়ে ওঠা ঢাকায়; টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয় ও নটর ডেম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি। পেশা চাকরি। স্ত্রী ফরিদা হাফিজ। প্রকাশিত গ্রন্থ : আগুনের বিপদ আপদ (১৯৯৪), শাদা কাহিনী (১৯৯৬), দীর্ঘজীবী হোক আবুল হুসেন (বুলেটিন-১৯৯৬) এবং লাশ নাই (১৯৯৯)।