গত ত্রিশ বছরে বাংলা কথাসাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, যাতে বাস্তব-অবাস্তব, সান্ত-অনন্ত, স্থির-পরিবর্তনশীলের সীমারেখাটি বিলুপ্ত হয়, এবং এক জাদুবাস্তবতার স্পর্শে সামান্য কোনো ঘটনা অসামান্য হয়ে ওঠে। তাঁর নিজের বর্ণনা অনুযায়ী তাঁর গল্পগুলি বাংলাদেশের গল্পবলার ঐতিহ্যে স্থাপিত, যাতে কখনো ভঙ্গিটি অজটিল; ভাষাটি মেদহীন, সাবলীল এবং বিষয়বস্তু স্থাপিত জনজীবনের গভীরে। এ পর্যন্ত সৈয়দ মনজুরুল ইসলামের অনেকগুলি গল্পগ্রন্থ এবং চারটি উপন্যাস প্রকাশিত হয়েছে। তাঁর প্রেম ও প্রার্থনার গল্প ১৪১১ সালে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল বই-এর পুরস্কার এবং ২০০৫ সালের কাগজ সাহিত্য পুরস্কার লাভ করে। সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।