স্বকৃত নোমান বাংলা ভাষার খ্যাতিমান কথাশিল্পী। জন্ম ১৯৮০ সালের ৮ নভেম্বর, ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়ায়। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারসহ ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। দেশ ও জাতির যে কোনো সংকটে কথা বলেন নিঃসঙ্কোচে। স্বপ্ন দেখেন একটি প্রাণবিক পৃথিবীর। বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত।